1 কোন স্বাধীনতার অধিকারটিকে জরুরি অবস্থার সময়েও রদ করা যায় না ?
[A] ১৯(১)
[B] ২০(২)
[C] ২১
[D] ২২
ANS :
2 মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয় সংখ্যা কটি করে ?
[A] ৯৭, ৬৬ ,৪৭
[B] ৯৭, ৬৬, ৪৬
[C] ৯৯, ৬১, ৫২
[D] ৯৯, ৬৬, ৪৯
ANS :
3 নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনোদিন সংসদে যাননি ?
[A] অটল বিহারি বাজপেয়ী
[B] চন্দ্রশেখর
[C] ভি পি সিং
[D] চৌধুরী চরণ সিং
ANS :
4 রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট এর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষের কমপক্ষে কত সমর্থন প্রয়োজন ?
[A] ২৫ শতাংশ
[B] ২০ শতাংশ
[C] ১০ শতাংশ
[D] ৫ শতাংশ
ANS :
5 সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক কত দিন ?
[A] ১ বছর
[B] ৩ মাস
[C] ১ মাস
[D] ৬ মাস
ANS :
6 বিধানসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে ?
[A] ৪০০
[B] ৫০০
[C] ৪৫০
[D] ৫৫০
ANS :
7 সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তাঁর কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শদানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে ?
[A] ৭৫(১)
[B] ৭৪(১)
[C] ৭৮
[D] ৩২৯(এ)
ANS :
8 সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন পাশ করে কোনো রাজ্যে বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করতে পারে ?
[A] ১৬৮(১)
[B] ১৬৯
[C] ১৭৩
[D] ১৮৩
ANS :
9 ভারতীয় সংবিধানের কোন ধারাকে ড: বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ?
[A] ৩৫৬ ধারা
[B] ৩২ ধারা
[C] ১৯ ধারা
[D] ১৪ ধারা
ANS :
10 কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন ?
[A] প্রধানমন্ত্রী
[B] রাষ্ট্রপতি
[C] প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ
ANS :